ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কয়রায় নদীতে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:১৩ অপরাহ্ন   |   জেলার খবর


মো: ইকবাল হোসেন (কয়রা), খুলনাঃ  ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কয়রা উপজেলার হ‌রিণ‌খোলা ও গা‌তির‌ঘেরী‌র বাঁ‌ধে ভাঙন দেখা দি‌য়ে‌ছে। যেকোনো সময় নোনা পানিতে প্লাবিত হতে পারে কয়রা উপকূলীয় অঞ্চল। এছাড়া কয়রায় হোগলা, দোশহালিয়া, মদিনাবাদ লঞ্চঘাট, ঘাটাখালী, গাববুনিয়া, আংটিহারা, ৪ নং কয়রা সুতির গেট ও মঠবাড়ির পবনা অত‌্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে। ইতোমধ্যে কয়রা উপজেলা প্রশাসন ও খুলনা জেলা প্রশাসন ঝুকিপূর্ণ এলাকা থেকে জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

জেলার খবর এর আরও খবর: