ফকির বাজার ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ
মারুফ হোসেন,বুড়িচং ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের বে-আইনি আদেশ টি স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মো জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি ড.বশির উল্লাহ্ বেঞ্চ। অভিযোগ সূত্রে জানা গেছে গত ২৪-০১-২০২২ ইং তারিখে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল হাশেম খানের সুপারিশে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী কে উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেন, এবং একটি নিয়মের মধ্যে মাদ্রাসাটি পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল বাশার কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির ১৮৩০০ টাকা চুরি হয়, বোর্ডের আদেশ মানলে প্রতিষ্ঠানের টাকা চুরি হত না, আদায়কৃত টাকা ব্যাংকে রাখার নিয়ম থাকলেও অধ্যক্ষ তা মানেন নি। শিক্ষা বোর্ডের উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রতিষ্ঠানে রেখে দেন, পরবর্তীতে উক্ত টাকা চুরি হয়েছে বলে থানায় মামলা না করে শুধু সাধারণ ডায়েরি করেন। তার নিজের ছেলে কাজী মোস্তাফিজুর রহমানকে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ এবং যোগদান করে দীর্ঘ ৫ মাস কোন প্রতিষ্ঠানে ক্লাশ না করিয়ে পরবর্তীতে পদত্যাগ পত্র জমা নেন।
অধ্যক্ষ মাদ্রাসার নানাবিধ বিষয়ে সভাপতির সাথে কোনরুপ সমন্বয় না করে প্রতিষ্ঠানটিকে নানা অনিয়মের মাধ্যমে পরিচালিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার আশ্রয় নেন।সভাপতির আদেশ ব্যতিরেকে সভাপতিকে অবগত না করে তিনটি ভূয়া মিটিং দেখিয়ে রেজুলেশন করেন। বুড়িচং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে প্রভাবিত করে এবং মাদ্রাসা বোর্ড ঢাকা এর রেজিষ্টার সিদ্দিকুর রহমান এর মাধ্যমে গত ২৭/০৯/২০২২ তারিখে কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠনের বোর্ড নির্দেশ দেন। এই অনিয়মের বিরুদ্ধে হাই কোর্ট মামলা করেন, পরবর্তীতে মাননীয় হাই কোর্ট বোর্ডের আদেশ স্থগিত করেন। গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যর কাছে অধ্যক্ষ এর দীর্ঘ দিনের অনিয়ম,স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন বিষয় গুলো লিখিত আকারে তুলে ধরেন। অধ্যক্ষের বিরুদ্ধে ১৪ মাস যাবৎ সারওয়ার আলম নামক এক শিক্ষকের বেতন ইচ্ছাকৃত ভাবে বন্ধ করার ও অভিযোগে রয়েছে।সেই শিক্ষক বেতন না পেয়ে রাস্তায় নামার উপক্রম, তাছাড়াও অধ্যক্ষের ভুলের মাসুল কেরানি ইব্রাহিমের বেতন কেটে সারওয়ার আলম কে দেয়ারও অভিযোগ রয়েছে। সরেজমিনে এর সত্যতা মিলেছে। এডহক কমিটির গঠন বিষয়ে তিনি হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তার আবেদনটি আমলে নিয়ে এডহক কমিটি গঠন প্রক্রিয়াকে স্থগিতাদেশ প্রদান করে থাকে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ২০০৯ সালের প্রবিধান কিছুই মানেন না। প্রতিষ্ঠানে তিনি যা বলেন তাই আইন বলে সবাই জানেন। গত ছয়মাস আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কার টিও এখনও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন নি। গভর্ণিং বডি সভাপতি ১৪০০০ হাজার টাকার পুরস্কার মাদ্রাসায় পাঠালেই অধ্যক্ষের একগুয়েমির কারনে এখনও পুরুস্কার গুলি বাক্স বন্ধি রয়েছে।সভাপতির পরামর্শ ছাড়াই তাহার অগোচরে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে গত তিনটি মিটিং করেছেন গোপনে। বর্তমান সভাপতি পাশের ঐতিহ্য বাহি ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ দুই টার্ম।এই মাদ্রাসায় গত টার্মেও সভাপতি দায়িত্বে ছিলেন, এ্যাই মাদ্রাসায় দ্বিতীয় বারে গভর্ণিং বডি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মাননীয় সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি সাহেবেরও সহযোগিতার প্রায় ৮০ লক্ষ টাকার একটি ভবন ও এই সভাপতি অনুমোদন করা ন।
অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, সভাপতি গভর্ণিং বডি ওনাকে প্রশ্ন করলে আইনি লড়াইয়ে আছি, আমি কোনো কথা বলতে চাই না। সভাপতির আইনজীবি এড মোতাহার হোসেন সাজু বলেন, বোর্ডের অবৈধ পত্রটি আমরা মাননীয় হাই কোর্ট স্থগিত করেছে, মানে বর্তমানে আগের সভাপতি কোনো কাজ করতে অসুবিধা নাই। অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসা এখন সভাপতি। সভাপতির সিল, ও নাম ঠিক থাকলেও সভাপতির স্বাক্ষরের ঘরে অন্যের স্বাক্ষর এই বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল বাশার এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি ছুটি নিয়ে বর্তমানে আমেরিকা আছি।তবে বিষয় গুলি আইনি প্রক্রিয়ায় আছে।এখন আমি কিছু বলতে চাই না। আমি দেশে আসলে বিস্তারিত জানাবো।