কালকিনিতে জাতীয় শিক্ষক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ মোঃ জিয়াউদ্দিন লিয়াকত
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷
বৃহস্পতিবার (২৭অক্টোবর) বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার উদ্যােগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকদের অংশগ্রহনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়৷
এতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার সভাপতি বি.এম.হেমায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, কাষ্টগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিপদ দাশ, ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস (বিপিএ), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজামউদ্দিন ঢালী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বেসরকারী শিক্ষাদের জাতীয়করণ করা হচ্ছে না৷ বেসরকারী শিক্ষাদের জাতীয়করণ করার দাবি জানান শিক্ষক নেতারা৷