নানা আয়োজনে কালকিনিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:১০ অপরাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টারঃ মোঃ জিয়াউদ্দিন লিয়াকত 

‌‌'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা  সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে উপজেলা কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে৷ 

কালকিনি থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কমপ্লেক্সের হল এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ 

থানা অফিসার্স ইনচার্জ মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার, সাহেব রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল, পৌর কাউন্সিলর ইউনুস হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর জামান আবদুল হাই সহ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী  পেশার মানুষ উপস্থিত ছিলেন৷ 

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।  

জেলার খবর এর আরও খবর: