মধুখালীতে “মোন্তাসির আবিদ টাবু স্মৃতি " ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৩:২৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


সুজল খাঁন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর রুপালী কল্যাণ ট্রাস্টের “মোন্তাসির আবিদ টাবু স্মৃতি " ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার  (৩১ অক্টোবর ) বিকালে ৩.৩০ মিনিটে বেলেশ্বর রুপালী সংঘের মাঠে রুপালী কল্যাণ ট্রাস্টের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ফরিদপুর- ব্যাসদী নবী সংঘ ফুটবল একাদশ বনাম রাজবাড়ী- সুলতানপুর ফুটবল একাদশ। 


মুজিব শতবর্ষ পালন উপলক্ষে অনুষ্ঠিত “মোন্তাসির আবিদ টাবু স্মৃতি " ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলায় সভাপতিত্ব করেন,রুপালী কল্যাণ ট্রাস্ট,রুপালী সংঘ ও রুপালী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ইফতেখার আজম নিলু।


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।খেলা উদ্বোধন করেন,মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম,রাজবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জনাব ইমদাদুল হক বিশ্বাস,মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা,মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল হক বকু,গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া, 

গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দীন মন্ডল মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাসদী রাশেদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব জাহেদুন নবী মনি, মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান কামাল মোল্যা,রুপালী সংঘের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,মধুখালী প্রেসক্লাবের সদস্য বৃন্দ,বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।


সমগ্র খেলাটি সার্বিক ব্যবস্থাপনায় রুপালী কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ মঞ্জুর রহমান মোল্লা, সঞ্চালনায় রুপালি কল্যাণ ট্রাস্টের সাধারণ  সম্পাদক বাবু সুখেন মজুমদার।


খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব ছিলেন, শামসুল হক ভোলা, সহকারি রেফারির দায়িত্বে রেজাউল করিম, কামরুল ইসলাম।খেলাটির ধারাভার্ষে ছিলেন,চঞ্চল চক্রবর্তী ও বাবুল। 


ফরিদপুর- ব্যাসদী নবী সংঘ ফুটবল একাদশ বনাম রাজবাড়ী- সুলতানপুর ফুটবল  একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দিতাপূর্ণ এ খেলাই রাজবাড়ী- সুলতানপুর ফুটবল একাদশ  ফরিদপুর- ব্যাসদী নবী সংঘ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। রাজবাড়ী - সুলতানপুর পক্ষে  নাদিম একমাত্র গোলটি করে। খেলার শেষে বিজয়ী দলের মাঝে টফি সহ বিশ হাজার টাকা ও পরাজিত ফরিদপুর- ব্যাসদী নবী সংঘ ফুটবল একাদশকে টফি সহ দশ হাজার টাকা পুরস্কার করেন ।

জেলার খবর এর আরও খবর: