কালকিনিতে শিক্ষার্থীর অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টেরঃ শেখ লিয়াকত আহমেদ
শিক্ষার অধিকতর মনোউন্নয়ন,বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকসহ বিভিন্ন প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ করা হয়।
এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিমল চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলার শাখার সভাপতি ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন। এছাড়াও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার আবদুল মালেক, কাউন্সিলর ইউনুস হাওলাদার, লিয়াকত হোসেন লিটন, বিএসি শিক্ষক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন৷