কালকিনিতে সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষনা

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৮:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহমেদ 

ফয়সাল আহম্মেদ(সজল)কে আহ্বায়ক ও মোঃ শাহাদাত হোসেন(মন্টু)কে সদস্য সচিব করে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন শাখা কৃষকলীগের ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে উক্ত কমিটির অনুমোদন করেন বাংলাদেশ কৃষকলীগ কালকিনি উপজেলা শাখার আহ্বায়ক এমদাদুল হক সরদার ও সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মোঃ আঃ সালাম মোল্লা, রাসেল আকন, মোঃ মোয়াজ্জেম চাপরাশি, মোঃ আল আমিন, মোঃ কাওসার হাওলাদার, মোঃ মনির বেপারী ও মোঃ হাবুল ঘরামিকে। সদস্য করা হয়েছে মোঃ কামাল রাড়ী, মোঃ নাসির চোকদার, মোঃ এমদাদুল বেপারী, মোঃ আজিজ হাওলাদার, মোঃ হুমায়ুন শিকদার, মোঃ আজিজুল বেপারী, মোঃ মতিন খান, মোঃ সিরাজুল হক হাওলাদার, মোঃ হানিফ মোল্লা, মোঃ লাল মিয়া বেপারী, মোঃ সবুজ মাল, মোঃ দেলোয়ার শিকদার,  মোঃ মন্টু বেপারী,  মোঃ জাহাঙ্গীর বেপারী, মোঃ সাইদুল ঘরামী, মোঃ ইমাম হাওলাদার, মোঃ ফারুক চৌকিদার, মোঃ ইরান সরদার, মোঃ শামন আকন, মোঃ জামাল চাপরাশী , মোঃ মজিদ মোল্লা ও মোঃ কামাল আকনকে।

জেলার খবর এর আরও খবর: