সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা মিলনমেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
মুক্তিযুদ্ধকালীন আজকের এইদিনে স্বৈরাচারী পাকবাহিনী পলাশডাঙ্গা যুব শিবিরে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধ সংগঠিত হয়। তৎকালীন পাবনা জেলার তাড়াশ থানার নওগাঁর বিস্তীর্ণ এলাকায় এই যুদ্ধে পাকবাহিনীর ক্যাপ্টেন সেলিম সহ পাঁচজনকে জ্যান্ত গ্রেপ্তার করেন বীর মুক্তিযোদ্ধারা। গ্রেপ্তারকৃত সৈন্যদের জনতার আদালতে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এই যুদ্ধে পাকবাহিনীর দুই শতাধিক সৈন্য নিহত হলেও কোনো বীর মুক্তিযোদ্ধা শহীদ হননি।
সেদিনের সেই স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে আজ শুক্রবার অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা জনতার মিলনমেলা। দিবসটি উপলক্ষে দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরবর্তীতে পলাশডাঙ্গা যুবশিবিরের সিএনসি গাজী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ৭১-এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, আব্দুর সালাম পুলিশ কর্মকর্তা (তাড়াশ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই লাল, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন গুরদাসপুর, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ টুংকু, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জেলহক, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রমুখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় শহীদ চার নেতাসহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।