লালপুরে পৃথক স্থানে দুই সহস্রাধিক গছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:২৬ অপরাহ্ন   |   জেলার খবর


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে শত্রুতা করে বিজয়পুর গ্রামে আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলুর বাগানের পাঁচ শতাধিক ফলজ ও বাওড়া গ্রামের আব্দুল মান্নানের নার্সারির দেড় সহশ্রাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বিজয়পুর ও বাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজয়পুর গ্রামের ক্ষতিগ্রস্ত বাগান মালিক ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলু জানান, 'আমি একজন ফল চাষি,বিভিন্ন ফলমূলের বাগান করায় আমার পেশা। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আমার ১১ বিঘা জমির ফলজ বাগানের পাঁচ শতাধিক উন্নতজাতের গৌরমতি, কার্টিমন আম ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া প্রভিতি ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, খবর পেয়ে বাগানটি পরিদর্শন করেছি, এটা একটি বিশাল ক্ষতি, সরকারের পক্ষ থেকে যদি কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকে  তাহলে অবশ্যই আমার সেটা করব। 

অপর দিকে  বাওড়া গ্রামের নার্সারি মালিক আব্দুল মান্নান জানান, সোমবার দিবাগত রাতে তার নার্সারি বাগানের প্রায় দেড় হাজারেরো বেশি চারাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, গত দুই সপ্তাহে আরো দুই বার তার প্রায় ছয় শতাধিক বিভিন্ন প্রজাতির উন্নত চারাগাছ কেটে দিয়েছিল। এসব বিষয়ে থানায় অভিযোগও দেয়া আছে। এবার তৃতীয় দফায় গাছ কাটলো। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

জেলার খবর এর আরও খবর: