অসংখ্য ছোট ইয়ার্ণ ডাইং এর ভবিষ্যৎ অনিশ্চিত এর মাঝে

স্টাফ রিপোর্টার, মোঃ আজাদ মুন্সী সাভার ঢাকা :
করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে । গার্মেন্টস শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫০০০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে কিন্তু এটা পাবেন বিজিএমইএর অধিনে যে সমস্ত কোম্পানি আছে কিন্তু একটা বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো খবর নাই । বাংলাদেশের গার্মেন্টস এর সাথে জড়িত আছে বাংলাদেশের ছোট বড় অনেক ইয়ার্ণ ডাইং কারখানা কারন একটা টি -শার্ট ও একটি পোলো শার্ট তৈরি করতে অনেক ধরনের এক্সাসারিচ লাগে যেমন যদি কালার কম্ব অনুযায়ী টি শার্ট ও পোলো শার্ট তৈরি করতে হয় তবে ইয়ার্ণ ডাইং এর থেকে সুতা কালার করে নিতে হয় । সুইংয়ের সুতা কালার করতে হয় , টুইল টেপ ,ডষ্টিং , কালার করতে হয় বিভিন্ন লোকেশনে থাকা ছোট বড় ডাইং কারখানায়। বড় কারখানা হয়তোবা ওনাদের সমস্যা হয় না কিন্তু ছোট ডাইং কারখানায় তো তালা পড়ে যাচ্ছে । কারন গার্মেন্টসের মালিক পক্ষ ঠিক ই সব কিছু নিচ্ছে কিন্তু বিল পরিশোধ করছে না । এমন ই একজনের সাথে কথা বলে জানতে পারি , কয়েক লাখ টাকার বিল আটকে দিয়েছে এখন বেতন দিতে পারছিনা । এখন কর্মচারী যারা আছে বেতন চায় কিন্তু দিতে পারছিনা । যদি বেতন না দেই তবে ওরা কাজ বন্ধ করে দিতে চায় । এমতাবস্থায় কারখানা বন্ধ করা ছাড়া আর কিছুই করার নাই । আমাদের দাবি সকল গার্মেন্টসের মালিক গন আমাদের বিল না আটকিয়ে পরিশোধ করলে আমরা ব্যবসা চালিয়ে রাখতে পারবো । না হয় আমাদের অবস্থা অন্ধকার হয়ে যাবে । তিনি আরও বলেন প্রধানমন্ত্রী যদি এমন একটি ঘোষণা দিতেন আমাদের বিল যেন গার্মেন্টসের মালিক পক্ষ আটকিয়ে না রাখে ।