ডাসার থানা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি গঠন৷

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১২:১২ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহমেদ৷ 

রাজনীতির উর্বর মাদারীপুরের কালকিনি উপজেলায় ডাসার থানায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে৷ 

গত ২৩ নভেম্বর কাজী হেমায়েত উদ্দিনকে আহবায়ক করে ডাসার থানা আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পাল্টা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়৷ এই কমিটি নিচে  কাজী হেমায়েত উদ্দিন নিজেই স্বাক্ষর করেন৷ এতে জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোন নেতার স্বাক্ষার নেই৷ 

এর আগে গত বুধবার (১৮নভেম্বর) সৈয়দ শাখাওয়াত হোসেন আহ্বায়ক এবং কাজী মাহমুদুল হাসান দোদুলকে যুগ্ম-আহবায়ক করে ডাসার থানা আওয়ামীলীগের ৫৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে৷ 
এই কমিটিতে কাজী হেমায়েত উদ্দিন কার্যকরী সদস্য করা হয়৷ 

পাল্টা কমিটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে কাজী হেমায়েত উদ্দিন বলেন, আমি কালকিনি উপজেলায় আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষীত নেতা৷ কিন্তু জেলা আওয়ামী লীগ ডাসারে যে আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে তাতে বিএনপি ও জামাতের সংমিশ্রণে পরিপূর্ণ৷ ঐ কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি৷ আগের কমিটি বাদ দিয়ে আমাদের এই কমিটিকে অনুমোদন দেওয়া জন্য 
 কমিটির কপি উপজেলা, জেলা আওয়ামী লীগ ও স্থানীয় এমপি কাছে পাঠিয়েছি৷ দেখা যাক কি হয়, আমরা আমাদের কাজ চালিয়ে যাব বলে জানান তিনি৷ 

এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে বলেন, আমরা যে কমিটির অনুমোদন দিয়েছি সেখনে কারো কোন আপত্তি থাকলে আমাদের কাছে অভিযোগ জানাতে পারে৷ কিন্তু আমাদের কাছে কারো কোন অভিযোগ আসেনি৷ কেউ কোন কমিটি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার৷

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: