আজ থেকে ঢাকায় দোকান-শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা।

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১১:৪৮ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


ডেস্ক রিপোর্ট,

করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৮ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে রোববার খুলেছে দোকানপাট ও শপিংমল। মিরপুর ১ নম্বরের চিত্র। ছবি: আসিফ মাহমুদ অভি





লকডাউনের মধ্যে রোববার থেকে রাজধানীতে দোকানপাট ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধি নিষেধ শিথিল করে রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।


ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। এখন বলা হচ্ছে, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে আজ থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।



“আমি এমনটা জেনেছি। তবে এখনও কোনো প্রজ্ঞাপন আসেনি।”


দোকান মালিকরা ঈদের আগে স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতিও দিচ্ছেন।


পুলিশ কর্মকর্তা মুনিবুর বলেন, চলমান বিধিনিষেধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চালু হতে যাচ্ছে বলে তিনি জেনেছেন।


লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিলের পর আর বাড়ছে না বলে ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: