রিয়াদ থেকে সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানান সৌদিআরব সিলেট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন   |   প্রবাস


ফারুক আহমেদ  চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! 


এলাকার উন্নয়নের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব, তাই রাষ্ট্রের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। 

রিয়াদে অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজের সম্মানে আয়োজিত  সংবর্ধনায় প্রবাসী নেতৃবৃন্দরা এই কথা বলেন। 


অনুষ্ঠান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদের সভাপতিত্বে আলামিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন আজিজুর রহমান আজিজ। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ সিলেট প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক,আনোয়ার হোসেন, অলিউর রহমান মানিক, , হাফিজুর রহমান, রাহান আহমেদ সহ বিভিন্ন শ্রেণীর প্রবাসী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রিয়াদ সিলেট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা রিয়াদ থেকে সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করা হয়।

প্রবাস এর আরও খবর: