ইতালি প্রবাসীদের দিন কাটছে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে
শামীম আহমেদ,
ইউরোপের সবগুলো দেশকে ইতিমধ্যে গ্রাস করে ফেলেছে অনাকাঙ্ক্ষিত এই অভিশাপ " কভিড-১৯ তথা করোনা ভাইরাস "। ভাইরাসটি পৃথিবী জুড়ে মহামারী রুপ ধারন করেছে,বিভিন্ন দেশ যথারীতি মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। বিশ্ব আজ থমকে গেছে, মৃত্যু দিয়েই ক্ষান্ত হয়নি থমকে গেছে গোটা বিশ্বের অর্থনীতির ঘুর্ণিয়মান চাকা।
আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র হলেও মৃত্যুর সংখ্যা তালিকায় এক নাম্বারে রয়েছে ইতালি, তৃতীয় স্হানে রয়েছে স্পেন। যার কারনেই ইতালি প্রবাসীরা সকলে মানবেতর জীবন যাপনে করতেছে,থাকতে হচ্ছে গৃহবন্দী হয়ে তার কারণ গত ১২ মার্চ থেকে ইতালিতে চলছে অনির্দিষ্টকালের জন্য " লকডাউন "। সবার কাজ বন্ধ, যারা বৈধ আছেন তারা প্রণোদনা পাবেন কিন্তু অবৈধদের কোন সুযোগ সুবিধা নাই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী গিইউসেপ্পে কন্তে সকলকে বাসায় থাকার নির্দেশ দিয়েছেন,বিশেষ প্রয়োজন সাপেক্ষে অনুমতি পত্র নিয়ে বের হওয়ার নির্দেশ দিয়েছেন।
ইতালিতে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজার ২ দুইজনের ফাইল বন্ধ করে দিয়েছে। এই ৩০,০০২ জনের মধ্যে নিহতের সংখ্যা ১৩ হাজার ১৫৫ জন, সেবা নিয়ে সুস্থ হয়েছে ১৬ হাজার ৮৪৭ জন। বর্তমানে হাসপাতালে সেবা নিতেছে মোট ৮০ হাজার ৫৭২ জন। এদের মধ্যে মুটামুটি অবস্থানে আছে ৭৬ হাজার ৫৩৭ জন, মারাত্মক অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন ৪ হাজার ৩৫ জন।
আক্রান্তদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। সেবার কাজে নিয়োজিত ৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে এই ভয়ানক ভাইরাসে। চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫১ জনে। ইতালিতে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। সব শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজন বাংলাদেশী নিহিত হয়েছেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এটাই বিশ্ববাসীকে জন্য চরম বিপর্যয় ও ক্ষতির সম্মুখীন হতে হলো।