ইজিবাইকে লুকিয়ে রাখা ফেনসিডিল সহ বেনাপোলে ২ যুবক আটক।
মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে একটি ইজিবাইকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হোসাইন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের চোরের রাস্তা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক হোসাইন বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খড়িডাঙ্গা গ্রাম দিয়ে মাদকের একটি চালান যাচ্ছি। এমন সংবাদের ভিত্তিতে সন্দেহ ভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ছিটের নিচ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।