বেনাপোলে ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-২
মনা, বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
বেনাপোলে ৩০ বোতল ফেন্সিডিল সহ এসকেন্দার আলী(৪৫) ও আলাউদ্দিন শেখ(৪৯) নামের দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,গোপণ সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর বাজারস্থ সিরাজের ফলের দোকানের সম্মুখ রাস্তা থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এসকেন্দার ও আলাউদ্দিন শেখ কে গ্রেফতার করা হয়। ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য ৩০.০০০(ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।
আসামী এসকেন্দারের বাড়ী যশোর জেলার কোতয়ালী থানাধীন আর,এন,রোড এলাকায় (নলডাঙ্গা রোড আলাউদ্দিনের বাড়ীর পাশে),সে মৃত: নুর মোহাম্মাদ এর ছেলে। অপর আসামী আলাউদ্দিন শেখের বাড়ী যশোর সদর থানার নুতন উপশহরের সি-ব্লকে,তার পিতার নাম- মৃত মঈনউদ্দিন শেখ।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান জানান,সোমবার বিকালে গোপণ সংবাদ পেয়ে তথ্য মোতাবেক অত্র ধানাধীন বাহাদুরপুর বাজার এলাকায় এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ ও এএসআই মোঃ মুরাদ শেখের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে সেখানকার এক ফলের দোকানের সামনে থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আসামী এসকেন্দার এবং আলাউদ্দিন শেখ কে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে আসামীদ্বয়কে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।