শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন এমপি আফিল

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০২:১৯ পূর্বাহ্ন   |   খুলনা




মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

মুজিব বর্ষে স্বাস্থ‍্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এ লক্ষ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের শুভ উদ্বোধন করেছেন ৮৫ যশোর-১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ।


বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে শার্শা উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা মীর আলিফ রেজা, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, শার্শা উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন খোরশেদ মিলন, নাভারন কলেজের সহ-সভাপতি হাসিবুল হাসান শান্ত অনেকে।


উদ্বোধন শেষে শেখ আফিল উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে চাবি হস্তান্তর করে এ্যাম্বুলেন্সটি চলাচলের শুভ সূচনা করেন।

খুলনা এর আরও খবর: