শার্শায় “বিশ্ব অভিবাসী দিবস” উদযাপন

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:০৫ পূর্বাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছর ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভূক্ত দেশে পালিত হয়ে আসছে দিবসটি। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়।


বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৮ ডিসেম্বর, ১৯৯০ সালে সাধারণ পরিষদে অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবংতাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক ভাবে কার্যকর করা হয়।


শনিবার(১৮ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে শার্শা উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত ঐ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার-মীর আলিফ রেজা। বিশেষ অতিথি বর্গরা হলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান-মেহেদী হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বদরুল আলম খান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মামুন খান,শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ের আইসিটি কর্মকর্তা-আহসান কবিরসহ উপজেলার সংশ্লিষ্ট বিষয়ের কর্মকর্তাগণ।


আলোচনা সভায় অভিবাসীদের পরিবারবর্গরা অংশ নেন। তারা তাদের বিদেশে থাকা আপনজনদের সুবিধা-অসুবিধাগুলো সভায় উত্থাপন করেন। ভুক্তভোগীদের দাবী বাস্তবায়নে সরকারের নানামূখী কর্মসূচী’র কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার-মীর আলিফ রেজা।

খুলনা এর আরও খবর: