যশোরের ঝিকরগাছায় মানবপাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সাথে সংলাপ

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:১২ অপরাহ্ন   |   খুলনা



আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।


যশোরের ঝিকরগাছায় মানবপাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ও ঢাকা আহ্ছানিয়া মিশন'র বাস্তবায়নে আশ্বাস মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য মানবপাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সর্বমোট ৩০জনের সাথে সংলাপের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন'র ফিল্ড অফিসার শেখ মনিরুল হুদা, মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার নবনীতা সাহা, সোসাল মবিলাইজার মোঃ ইসমাইল হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই তারেক নাহিয়ান।

খুলনা এর আরও খবর: