যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকা মার্কাকে জয় করতে আ’লীগের অঙ্গ সংগঠনের নির্বাচনী প্রচার মিছিল

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:০২ পূর্বাহ্ন   |   খুলনা



আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।



আগামী ১৬ জানুয়ারী আসন্ন যশোরের ঝিকরগাছা পৌরসভা নিবাচনে উপজেলা আওয়ামী লীগ ও আঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার সময় উপজেলার মোড় হতে প্রচার মিছিলটি বাহির হয়। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা আশীষ দেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বর্তমান পৌর মেয়র ও নৌকা মার্কার দলীয় প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাব্বি শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জুলুফকার আলী ভূট্টো, জাফিরুল হক, সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক আলিমুল মৃধা, শাওন রেজা খোকা, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে।

খুলনা এর আরও খবর: