বেনাপোলে বিদেশি মদসহ যুবক আটক

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২২, ১১:৩৩ অপরাহ্ন   |   খুলনা



মনা, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে বিদেশি মদসহ কুদ্দুস আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।


সোমবার (৩ জানুয়ারি) বেনাপোল রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের কাজল আলীর ছেলে।


খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেতাফুর রহমানসহ পুলিশের একটি দল। এসময় সন্দেহ হলে স্টেশন থেকে থেকে কুদ্দুস আলীকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি চালিয়ে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খুলনা এর আরও খবর: