জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বেনাপোল থানার মামুন খান
মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি মো. মামুন খান।
বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) যশোর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার শ্রেষ্ঠ ওসি মো. মামুন খানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
বেনাপোল পোর্ট থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত,মাদক উদ্ধার,গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজের জন্য শ্রেষ্ঠ ও চৌকস ওসি হিসেবে মামুন খানকে নির্বাচিত করা হয়।