বেনাপোলে গাঁজা ও হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোর জেলার বেনাপোল সীমান্ত থেকে ২ পৃথক অভিজানে ২ কেজি গাঁজা ও ৪ গ্রাম হিরোইনসহ শাহাজামাল (৩৫ )ইব্রাহিম সরদার(৫০) আবু তাহের (৪৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোটথানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানাধীন নারানপুর বিশ্বাসপাড়া গ্রামের তারাচান মোড়লের ছেলে আবু তাহের(৪৫) নারানপুর গ্রামের নুরু বক্সের ছেলে ইব্রাহিম সরদার (৫০) ও ভবেরবেড় গ্রামের শাহাজামাল (৩৫)।
পুলিশ জানায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারী)সন্ধ্যায় বেনাপোল পোর্টথানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও চার গ্রাম হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।