আমতলীতে ১২৫ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২২, ০৯:৫৫ অপরাহ্ন   |   খুলনা




মোঃ ইমরান হোসাইন,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ


 বরগুনার আমতলীতে ১২৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক 

ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। 

বুধবার দুপুর সকালে আমতলী থানার অফিসার এসআই শুভ বাড়ৈ গোপন সংবাদেও 

ভিত্তিত্বে সংগীয় ফোর্সসহ উত্তর তক্তাবুনিয়া গ্রামের মরহুম জহিরুল ইসলাম 

টেলিশন তালুকদার এর বাড়ির সামনের ব্রীজের উপর হইতে মো, শিবলী 

মৃধা(৪০)কে ১২৫ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য শিবলী মৃধা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত বলে 

এলাকাবাসী সূত্রে জানা যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে 

মামলা দায়ের করা হয়েছে। সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্য্যাজিষ্ট্রেট 

কোর্টে প্রেরন করা হয়েছে।

খুলনা এর আরও খবর: