বেনাপোলে "আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২২" উদযাপন

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২২, ০২:৫২ পূর্বাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ "Scafing Up Customs Digital Transformation by Embracing a Data Culture and Building a Data Ecosystem"(একটি ডেটা সংস্কৃতিকে আলিঙ্গন করে এবং একটি ডেটা ইকোসিস্টেম তৈরি করে কাস্টমস ডিজিটাল ট্রান্সফরমেশনকে স্ক্যাফ করে)। এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবার সারা বিশ্বের ১৮৩টি দেশে একযোগে পালিত হচ্ছে "কাস্টম দিবস-২০২২। এ উপলক্ষ্যে বাংলাদেশেও ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে দিনটি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল রাজস্ব কার্যালয়।


"We Serve,We protect the Nation.(আমরা সেবা করি, আমরা জাতিকে রক্ষা করি)। এমন একটি অঙ্গিকার নিয়ে "আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২২" উদযাপন করলো দেশের দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাউস বেনাপোল কার্যালয়। "করোনা এবং ওমিক্রন" সংক্রান্ত সরকারী স্বাস্থ্য বিধি নিষেধের গন্ডির মধ্যে বেনাপোল কাস্টম হাউজের কাস্টম ক্লাব কক্ষে অভ্যন্তরীনভাবে সীমিত পরিসরে "সেমিনার এবং আলোচনা" সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১,শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন(অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারেননি)। 


বিশেষ অতিথিগনের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোয়াজ্জেম হোসেন,আহবায়ক,ষ্টিয়ারিং কমিটি(আঞ্চলিক) ও কমিশনার,কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর, যুগ্ম কমিশনার-নাহিদ নওশাদ মুকুল, লেফটেন্যান্ট কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকি,অধিনায়ক ৪৯ বিজিবি যশোর ব্যাটেলিয়ন,মোঃ মনিরুজ্জামান(উপসচিব),পরিচালক(ট্রাফিক)মামুন কবির তালুকদার, উপ-টরিচালক(ট্রাফিক) বেনাপোল স্থল বন্দর,মোঃ সিরাজুল হক মঞ্জু,উপজেলা চেয়ারম্যান, শার্শা(অসুস্থতার কারনে আসতে পারেননি), মোঃ মফিজুর রহমান সজন,সভাপতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন,সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান,বর্তমান সাধারণ সম্পাদক-ইমদাদুল হক লতা, সাংবাদিক-মহাসিন মিলন,মোঃ জামাল হোসেন, মোঃ নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর আ.লীগ,ফারুক হোসেন উজ্জল,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,যশোর জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক,বেনাপোল পৌর আ.লীগ।

এ ছাড়াও সেমিনারে আমন্ত্রিত অতিথি হয়ে অংশ নেন-বেনাপোল বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানীকারকগন,বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ,স্থলবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,বন্দরের শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর নেতা-নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইলোক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


বুধবার সন্ধ্যায় বেনাপোল কাষ্টম ক্লাবে অনুষ্ঠিত ঐ সেমিনারে সভাপতিত্ব করেন,কাস্টম কমিশনার,মোঃ আজিজুর রহমান। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সেমিনারে সভাপতির স্বাগতিক বক্ত্যব্যের পর বেনাপোল কাস্টম এবং বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রামাণ্যচিত্র ও তথ্যাদি উপস্থাপন করেন-এ এস এম আহাসানুল কবির,ডেপুটি কমিশনার,বেনাপোল কাস্টম হাউজ।


এ সময় বেনাপোল কাস্টম কমিশনার-মোঃ আজিজুর রহমান WORLD CUSTOM ORGANIZATION(WCO) পদক পাওয়ায় অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।


সেমিনারে বিশেষ অতিথিবর্গের বক্তব্যে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন কয়েকটি দাবি উত্থাপন করে বলেন, বানিজ্য সম্প্রশারন এবং কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর কে স্বতন্ত্র বন্দর হিসেবে কার্যকরী করে তুলতে হবে,পাসপোর্ট যাত্রী যাতায়াতে বেনাপোল চেকপোষ্ট রাতদিন খোলা রাখতে হবে এবং যশোর -বেনাপোল মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ক্ষেত্রে অন্তরায় হয়ে থাকা রাস্তার দুইধার ঘেসে শতবর্ষী গাছগুলি অপসারন করতে হবে। 

অনুষ্ঠানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট,যশোর কমিশনারেট মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন,

"কাস্টমস হচ্ছে একটি দেশের সার্বভৌমত্ব চর্চার অন্যতম প্রতীক। এই কাস্টমসের মাধ্যমে কোনো দেশের সীমানায় বৈধভাবে কোনো লোক যাতায়াতের বা কোনো পণ্যের গমনাগমন সম্পন্ন হয়। মূলত বিমানবন্দর, সমুদ্র, স্থলবন্দর ও নদীবন্দরসমূহে কাস্টমসের কার্যক্রম পরিচালিত হয়। এ দায়িত্বটি পালন করার জন্য স্ব-স্ব দেশের কাস্টমস এজেন্সি নিয়োজিত থাকে। বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বাংলাদেশ কাস্টমস বিভাগ এই গুরুদায়িত্বটি পালন করছে। রাজস্ব আদায় এবং প্রদানে আজ যে সকল পণ্য আমদানি-রপ্তানি কারক,সিএন্ডএফ ব্যবসায়ীবৃন্দ এবং কাষ্টম কর্মকর্তা/কর্মচারী দেশের অন্যতম এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছেন,আমি তাদেরকে আজকের এই শুভদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়।


অনুষ্ঠানে অতিথি বর্গকে ফুলের তোড়া এবং সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


উল্লেখ্য,১৯৫৩ সালের ২৬ জানুয়ারি ব্রাসেলসে প্রথম কাস্টম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯৯৪ ইং সনে এই সংগঠনের নাম বিশ্ব শুল্ক সংস্থা (ওয়ার্ন্ড কাস্টমস অর্গানাইজেশন) নির্ধারণ করা হয়। ১৯৫৩ সালে অনুষ্ঠিত এই সংস্থার প্রথম অধিবেশনের স্মরণে প্রতিবছর ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক শুল্ক দিবস’ পালিত হয়। বিশ্বের সব দেশের কাস্টমস প্রশাসন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর এবং আড়ম্বরপূর্ণ পরিবেশে এই দিবস উদযাপণ করে থাকে। প্রতিবছর শোভাযাত্রা, সেমিনার, সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ, বিশেষ অপারেশন, মহড়া-অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়ে থাকে। " করোনা এবং ওমিক্রনের কারনে উল্লিখিত কর্মসুচির অনেকটিই বাদ দিয়ে সীমিত পরিসরে উৎসব-আনন্দের মধ্যে " আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২২" পালিত হচ্ছে।


অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন, নুসরাত জাহান,যুগ্ম-কমিশনার,বেনাপোল কাষ্টম হাউজ।

খুলনা এর আরও খবর: