শার্শা বেনাপোলে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৪ পূর্বাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা-বেনাপোলে পৃথক দুটি অভিযানে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।


মঙ্গলবার র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান উদ্ধার ফেনসিডিল ও ইয়াবাসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক ব্যবসায়ী হিরু বিশ্বাস বেনাপোল নামাজ গ্রামের মৃত আঃ রাজ্জাক রহমানের ছেলে ও মো. মফিজুল রহমান গয়রা গ্রামের কদর আলীর ছেলে।


যশোর র‌্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী শার্শা রেল বাজার এলাকা থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিরু ও ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মফিজুল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা ও বেনাপোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুলনা এর আরও খবর: