বেনাপোলে অস্ত্র ও গুলি সহ ব্যবসায়ী আটক
মনা,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি সহ ইসরাফিল হোসেন (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
রবিবার (৬ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
আটক ইসরাফিল বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃতঃ রবিউল ইসলামের ছেলে।
যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, বেনাপোল ছোটআঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।