রান্না ঘরে মিললো ফেনসিডিল, বেনাপোলে আটক মাদক বিক্রেতা
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক জাহাঙ্গীর বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ার মৃতঃ আব্দুর রশিদ ঢালীর ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামির বাড়ীর রান্না ঘরের ভিতর হতে ২২ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।