বাগআঁচড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমান আদায়
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যশোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এ জরিমানা আদায় করেন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বাগআঁচড়া ফারিয়া ফার্মেসীকে ২ হাজার, অবৈধ স্কীন ক্রীম বিক্রিরজন্য বিয়ের সাজ কসমেটিক্সকে ২ হাজার, রহিমা কসমেটিক্সকে ২ হাজার ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভোক্তা অধিদপ্তরের পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এই ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় স্যানেটারি কর্মকর্তাসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।