যশোরের ঝিকরগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভউদ্বোধন এমপি নাছির উদ্দিন
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশু হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জি.এমন. আব্দুল কুদ্দুস সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
আরোও উপস্থিত ছিলেন, বাঁকড়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নিছার আলীসহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।