যশোরের ঝিকরগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভউদ্বোধন এমপি নাছির উদ্দিন

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১১:৪৯ অপরাহ্ন   |   খুলনা



যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশু হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।


শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। 


স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জি.এমন. আব্দুল কুদ্দুস সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।


আরোও উপস্থিত ছিলেন, বাঁকড়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নিছার আলীসহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা এর আরও খবর: