শার্শায় দুই মটরসাইকেল মুখমুখি সংর্ঘে ২ জন নিহত

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:৫৮ অপরাহ্ন   |   খুলনা



 মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোর-বেনপোলা মহাসড়কের মটরসাইকেল দুর্ঘটনায় মহিন হোসেন (৪৫ ) আশরাফুল ইসলাম (৩৫)নামে দুই জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে।


শনিবার রাত ৮টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন হোসেন শার্শা উপজেলার ধান‍্যখোলা গ্রামের রমজান আলী ছেলে,আশরাফুল ইসলাম একুই গ্রামের আ:খালেকের ছেলে।


আহতরা হলেন- শার্শা উপজেলা ধান‍্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে মহিন (৪৫), একই গ্রামে আ:খালেকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও অন‍্য মটরসাইকেল আরহী কোন পরিচয় পাওয়া যায়নি।


নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, ভোরে শার্শার শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে দুইটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই মহিন ও আশরাফুল নামে দুই আরহী মারা গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

খুলনা এর আরও খবর: