যশোর বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল ইয়াবা গাঁজা সহ গ্রেফতার-৫
মনা,নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল,৪০ পিচ ইয়াবা,৩০০ গ্রাম গাঁজা সহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (১ মার্চ) বেনাপোল পোর্ট থানার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
১২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতারকৃত আসামীদের তালিকা (১) এনামুল হক কসাই (২৫), পিতা-মোঃ আক্বাস আলী,গ্রামঃভবারবেড়, ( ২ ) মোঃ হানিফ হোসেন আচড় (২৩), পিতা-কালু হোসেন, গ্রামঃ ভবারবেড়, (৩ )মোঃ শাজা জালাল (৩৯), পিতা-আবুল কাশেম, গ্রামঃ-বড় আঁচড়া,
৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ( ৪) মোঃ ইকবাল মোড়ল(২৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন মিস্ত্রী , গ্রাম- শিকড়ী (মাঠপাড়া বটতলা) এবং ৩০০ শত গ্রাম গাঁজাসহ (৫) মোঃ সোহান হোসেন কালু(২৩), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-আয়শা খাতুন ,স্থায়ী: গ্রাম- বড় আচঁড়া, সর্ব থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে তাদেরকে যশোর কোর্টে প্রেরণ করা হবে৷