বাঘায় তারুণ্যের ভাবনায় আগামীরবাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন   |   সারাদেশ



মোস্তাফিজুর রহমান, বাঘা প্রতিনিধিঃ


বাঘাতারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘা পৌরসভার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াওশিক্ষার্থীদের  অংশগ্রহনের মাধ্যমে বিষয়টির উপর প্রেজেন্টেশনউপস্থাপন করা হয়। এতে সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র,দলীয় ও রাজনীতি প্রভাবমুক্তবাংলাদেশ,জবাবদীহি মূলক সরকার মেধা.যোগ্যতার মূল্যায়ন,অন্যায় অবিচার,মাদক,বাল্যবিবাহপ্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে।সভায়, মন্দকে পরিহার করে  ভালো কাজেইন্টারনেট ব্যবহার করে,জ্ঞান অর্জনের বিষযটি আলোচিত হয়েছে। মঙ্গলবার(০৭-০১-২০২৪) বাঘা পৌর সভারআয়োজনে,পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তারেরসভাপতিত্বে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন, অফিসারইনচার্জ(ওসি) আফম আশাদুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃআশাদুজ্জামান,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী সীরাজুমমনিরা,বাঘা ফাজিল মাদ্রসার শিক্ষার্থী রাকিবুল ইসলাম,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়েরশিক্ষার্থী ফাতেমা রনক। এর আগে স্বাগত বক্তব্য রাখেন,উডপজেজেলা শিক্ষা অফিসার মীর মামুনুররশিদ। উপস্থিত শিক্ষার্থীরা নিজ নিজপ্রতিষ্ঠানের অনুকুলে-মধুমতি,পদ্মা,তিস্তা,বড়াল ও মেঘনা নদীর নাম করণের মাধ্যমে প্রেজেন্টেশনউপস্থাপন করেন। উপস্থিত ছিলেন সমাজসেবা দপ্তরের অফিসারসহ বিভিন্ন দপ্তরের অফিসার,পৌরসভারঅফিসার-কর্মচারি গন। জানা যায়,গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” ঘোষণা করা হয়েছে। তারুণ্যের উৎসবউদযাপনের লক্ষ্যে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা,তরুণদের  অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী,বিতর্ক প্রতিযোগিতা,রচনাপ্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা,তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা,স্যানিটেশন,হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ,ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিকপণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা,ব্রেস্ট ক্যান্সারবিষয়ক কমৃশালা, কারুশিল্প মেলা/, পিঠা উৎসব/তারুণ্য মেলাসহ, বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়াহয়।

সারাদেশ এর আরও খবর: