"অপূর্ব ভূমি"

কবি-রফিকুল ইসলাম
বাংলাদেশের একটি জেলা
গোপালগঞ্জ নামটি তার,
বিশ্ববাসী চিনলো সেটা
বঙ্গবন্ধুর পণ্যভূমি যার !
পাঁচটি থানার একটি নিয়ে
কলম চলবে আজ,
অপরূপ সৌন্দর্য্যের আঁধার
রূপ বিলানোই কাজ !
নজীর আহমেদ তালুকদার আছে
খায়ের সাহেব আছে,
মন্ত্রীত্বের পাশাপাশি এমপি সাহেব
কর্নেল ফারুক ভাইও আছে !
আটাডাঙ্গার বাওড় আছে,
কাঁশবনের ফুল আছে,
প্রাচীন রাজাদের বাড়ি আছে
ভ্রমর যায় ফুলের কাছে !
কাজল বিলের শাপলা আছে
হরেক রকম ফড়িং আছে,
শোল বোয়ালের মেলা আছে
বকনা গরুর খেলা আছে !
কুমার নদের শাখা আছে
পাল তোলা নৌকা আছে,
ধানের ক্ষেতের ঢেউ আছে
শতবর্ষী গাছ আছে !
সৌন্দর্যের বর্ননা কত দিবো আর
রাখালের বাঁশির সুরে,
মন হারিয়ে যায় যে দূরে
সেথায় কি যাবে তুমি..?
মুকসুদপুর এক অপূর্ব ভূমি !