খানসামায় জিয়া সেতুর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
লিটন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
বুধবার (২৪ নভেম্বর ২০২১) সকাল ১১ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশ মোতাবেক, দিনাজপুর জেলার খানসামা উপজেলার আত্রাই নদীর উপর নির্মিত "জিয়া সেতুর" উভয় পাশ্বে এপ্রোচ রোড ও সড়কের অধীগ্রহনকৃত জমি বিষ্ণুপুর ও গোবিন্দপুর মৌজার ১৪ জন অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ পরিচালনা করেন, দিনাজপুর জেলা আরডিসি নুরে আলম সিদ্দিকী।
শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযানে কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়। এ সময়উ পস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, খানসামা থানা অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, খানসামা পল্লী বিদ্যুৎ এজিএম, উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদসহ আরো অনেকে।
উচ্ছেদ অভিযানে খানসামা থানা পুলিশ ও জেলা পুলিশ লাইন্স এর ২৫ সদস্যের একটি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।