গুইমারায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী আটক

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী তপন কান্তি দত্তকে অভিযান চালিয়ে আটক করেছে থানার পুলিশ।
তপন কান্তি দত্ত গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার সুনীল কান্তি দত্তের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃমিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায়, এস আই (নিঃ) আল আমিন ও এএসআই অলি আহাদের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তপন কান্তি দত্তকে তার নিজ বাড়ি থেকে, আটক করে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।তার নামে
মেট্টো দায়রা বিশেষ ট্রাইব্যাল পরিবেশ আদালত ঢাকা, মেট্টো দায়রা বিশেষ ট্রাইব্যাল
মামলা নং ৩০০০/২০১৮ এবং সিআর ১০৪/২০১৭ মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৭০০০০/- টাকা জরিমানা রয়েছে। এর পর থেকে সে পলাতক ছিলো।
খাগড়াছড়ি প্রতিনিধি