অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় বাঘা বাজার মনিটরিং

 প্রকাশ: ০৯ মে ২০২২, ০৯:২৩ অপরাহ্ন   |   আইন আদালত



বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রি না করার জন্য উপজেলা প্রশাসন আজ সমবার দুপুরে বাঘার সদর বাজার মনিটরিং করেন। 


বিভিন্ন স্থানে চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দোকানদাররা নিজে নিজেই দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোন কোন দোকানদার ৫-১০ টাকা প্রতি লিটারে বেশি নিচ্ছেন। এতে পেট্রল ব্যবহারকারীরা পড়েছেন বেকায়দায়। মনিটরিং অবস্থায় জ্বালানি তেল বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সাবধান করা হয়েছে।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বর্তমান জ্বালানি তেলের কোন সংকট নেই। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কোন দোকানদার অতিরিক্ত দাম নিতে পারবে না। কোনো জ্বালানি তেলের দোকানে যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে তাহলে প্রশাসনকে জানান।

আইন আদালত এর আরও খবর: