কালকিনিতে সীমানা পিলার রক্ষার বাদীতে এলাকাবাসীর মানববন্ধন

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন   |   আইন আদালত


সাহাদাত ওয়াসিম, কালকিনি প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরী গ্রামে প্রায় দুই শ’ বছরের পুরানো সীমানা পিলার ধ্বংস করে নতুন ভাবে সীমানা পিলার দেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

আজ সোমবার বেলা ১২টার দিকে কোলচরী মাদ্রাসা মাঠে শত শত মানুষ মানববন্ধন করেন। পরে বিক্ষোভ সমাবেশে করেন তারা।

সমাবেশে বক্তরা বলেন, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরী মৌজার ও সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর মৌজার সীমান্তবর্তী এলাকায় দুই শত বছরের একটি সীমানা পিলাল রয়েছে। দীর্ঘ দিন যাবত সেই প্রাচীন সীমানা পিলার ধরেই দুই গ্রামের মানুষ জমিজমা করে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি রাজারচর এলাকার ইমাম ফরাজী, লিটন ফরাজী, লুৎফর ফরাজীসহ বেশ কিছু লোকজন সেই সামীনা পিলার ধ্বংস করে প্রায় এক শ’ হাত কোলচরী মৌজার ভিতরে এসে সীমানা দাবী করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। পরে নুরুল হক ওরফে নুরুল আমিন তালুকদার মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। সেই সাথে সীমানা পিলার রক্ষারও দাবী করেন। এরই জেরে কোলচরী মাদ্রাসা মাঠে শত শত নারী-পুরুষ একাত্রে মানববন্ধন করেন। এসময় পূর্বের দুই উপজেলার মাঝের সীমান পিলার করার দাবীও জানান তারা।

স্থানীয় নুরুল হক বলেন, ‘প্রায় দুই শত বছরের পুরানো বাপ-দাদার আমল থেকে আমরা যে সীমানা পিলার মেনে জমিজমা ভোগদখল করে আসছি। সেটা কিছু লোকজন বর্তমানে সরিয়ে প্রায় এক শত হাত কোলচরীর ভিতরে চলে আসছে। এটা দুঃখজনক। তাই আমরা আদালতে মামলাও করেছি, আশা রাখি আদালত আমাদের ন্যায় বিচার দিবে।’

তবে অভিযোগের বিষয় লুৎফর গংদের কারোই বক্তব্য পাওয়া যায়নি।

আইন আদালত এর আরও খবর: