ভূঞাপুরে মাস্ক না পড়ায় জরিমানা।

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:২০ অপরাহ্ন   |   আইন আদালত


মুহাইমিনুল (হৃদয়)ঃ

করোনা ভাইরাসের ভয়াবহতার দ্বিতীয় ঢেউ এ টাঙ্গাইলের ভূঞাপুরে  মাস্ক বিহীন রাস্তায় বের হওয়ায় ও অযথা ঘুরে বেড়ানোর কারণে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজকে মঙ্গলবার (১ ডিসেম্বর) ভূঞাপুর থানা মোড় এলাকায় সরকারি আদেশ অমান্য করে মাস্ক পরিধান ব্যতীত বাইরে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় ২২ জনকে ২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভুঞাপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসেন বলেন, “কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আইন আদালত এর আরও খবর: