রাজশাহীর পবা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি ইয়াসিন।

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ ২৮ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
শনিবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে উপজেলা পরিষদের পদ শূন্য হয়। প্রেক্ষিতে এই উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী।