ভালোবাসা দিবসে স্বপ্নের সবুজ বাংলাদেশের ব্যতিক্রম ধর্মী আয়োজন

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   লাইফস্টাইল




ভালোবাসা দিবসে ভালবাসুন সুন্দরবনকে, দেশকে গ্রীনহাউজ প্রতিক্রিয়া থেকে রক্ষা করুন, এই স্লোগানকে আসনে রেখে স্বপ্নের সবুজ বাংলাদেশের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেন আজ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরাম সোহেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের সবুজ বাংলাদেশে উপদেষ্টা জনাব মোঃ এস এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মৈত্রী মিডিয়া সেন্টার আরো উপস্তিত ছিলেন জনাব মোঃ জহির খান, সম্পাদক বিশ্লেষণ মিডিয়া, জনাবা আনজুমান জুলিয়া মাছরাঙ্গা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি,জনাব কুমার লাভালু সাধারণ সম্পাদক উৎভাষ আবৃত্তি সংগঠন 

ও মনজুর সোহেল সাংবাদিক ফোকাস টিভি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বপ্নের সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমরান মুন্সী, ও সংগঠনে সদস্য 

আলী আজগর,

আবু জাফর সাদিক,

মোঃজুয়েল,

মোঃএস.এন আকাশ,

অধরা ইসলাম, 

,ইশরাত জাহান ইশা

 নুসরাত জাহান,

সামিয়া ইসলাম, 

 কে.এম. জুবায়ের জাহিদ,

ইমন মুন্সি,

 সিফাত ইসলাম, 

রিয়া মনি,

 খান সজিব,

 মোঃ রায়াহান 

,শফিকুল ইসলাম 

,আদিবা ইসলাম

 ইমতিয়াজ খালেদা

,. ইশরাত জাহান

,মামুন বেপারি

,মোঃ সাইফুল ইসলাম 

, মো: কাজী আসিফ,

ফোরকান হাওলাদার,

আউয়াল ফকির

সহ সংগঠন সকল সদস্য বিন্দু 


এই সময় আজকে কর্মসূচি সম্পর্কে মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন বলেন, স্বপ্নের সবুজ বাংলাদেশ সব সময় ব্যতিক্রম ধর্মী আয়োজন করে থাকে আজ বিশ্ব ভালোবাসা দিবস সকলে এই দিবসটি বিভিন্ন ভাবে পালন করে কিন্তু স্বপ্নের সবুজ বাংলাদেশ এই দিনটি উৎযাপন বৃক্ষরোপণ ও বিতরণ করার মাধ্যমে যা খুবি একটি ভালো কাজ আমরা স্বপ্নের সবুজ বাংলাদেশ মঙ্গল কামনা করছি। আজকের কর্মসূচি সর্ম্পকে স্বপ্নের সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমরান মুন্সী বলেন,, স্বপ্নের সবুজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সেচ্ছাসেবী সংগঠন মূলত আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করার লক্ষ্যে পরিবেশ উপরে গুরুত্ব দিয়ে কাজ করি আজ বিশ্ব ভালোবাসা দিবস সেই সাথে প্রহেলা ফাল্গুন এবং সুন্দরবন দিবস 



ভালোবাসা দিবসে ভালবাসুন সুন্দরবনকে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। 

আমরা স্বপ্নের সবুজ বাংলাদেশ পরিবার প্রতিবছর এই দিবসটি বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে পালন করে থাকি এবছর আমরা লেকেরপার শহিদ মিনার সামনে বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে এই দিবোসটি পালন করছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন জন্য আমাদের মহামান্য উপদেষ্টা এস এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মৈত্রী মিডিয়া সেন্টার তিনি সহযোগীতা করছেন । 

আমরা আশাবাদী মাদারীপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আরো সহযোগীতা করবেন। 


সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।

প্রতিনিয়ত বনখেকোদের আগ্রাসনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের পরিবেশ। তাই এই বনকে রক্ষা করার জন্য সকলকে সচেতন এবং পরিবেশকে বাচাতে বেশি বেশি বৃক্ষরোপণ করার অতি জরুরী তাই আপনাদের সবিনয়ে অনুরোধ করছি আপনার বাড়ি আশেপাশে ফলজ বনজ ও ঔষধি গাছ চারা রোপণ করুন, গাচ পৃথিবীর হৃদপিণ্ড। 


আসুন সকলে মিলে আলো পথে ভালোর সন্ধানে স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ার। 


স্বপ্নের সবুজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সেচ্ছাসেবী সংগঠন।

লাইফস্টাইল এর আরও খবর: