প্রতিবন্ধীদের নিয়ে সৈয়দপুরে লিও এক বেলা মনের মতো খাবার।

মোঃ আমির হোসেন
সৈয়দপুর সংবাদদাতাঃ
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নে ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সুতারপাড়া সমাজ কল্যাণ সমিতির বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ খাবারের আয়োজন করে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার সিটি। এসময় উপস্থিত ছিলেন অটিস্টিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার সিটির সাধারণ সম্পাদক
লিও মুন্তাসির মামুন,ট্রেজারার লিও সিনথিয়া রাহমান,জয়েন্ট সেক্রেটারি লিও মেহজাবিন ফারিয়া, জয়েন্ট ট্রেজারার লিও শাওন খান, লিও মোঃ ফাহিম নিলয়,লিও ফরহাদ হোসেন,লিও সাজ্জাদ হোসেন
রুবায়েদ হোসেন মৃত্তিকা প্রমুখ।