নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন এবং বিক্ষোভ।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১০:৫৩ অপরাহ্ন   |   জাতীয়


রিপোর্টার জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ

 দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক, মহিলা নেত্রী, সাংস্কৃতিক কর্মীরা ধর্ষণ ও নারীর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষণের সাজা মৃত্যুদন্ড দাবি করেন। 

এছাড়া একই সময়ে সিংড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণ বিরোধী শ্লোগানে চারপাশ মুখরিত করে তোলে। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধে কার্যকর দ্রুত প্রদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি দাবী জানান তারা।

জাতীয় এর আরও খবর: