শরীয়তপুরের দুই বাজারে ভোক্তা অধিকারের ৭ হাজার টাকা জরিমানা।

মোঃ ফারুক হোসেনঃ আজ বুধবার ৭ অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলার সহকারী পরিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার লাউখোলা বাজার ও সদর উপজেলার গঙ্গানগর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ঔষধের দোকান, খাবার হোটেল ও খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় ৩ প্রতিষ্ঠানকে মোট ৭,০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে জাজিরা উপজেলার লাউখোলা বাজারের মেসার্স জালাল বেকারিকে ৩,০০০ হাজার টাকা, মেসার্স সততা ফার্মেসিকে ১,০০০ হাজার টাকা ও সদর উপজেলার গঙ্গানগর বাজারের মেসার্স বরুণ হোটেলকে ৩,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও পুলিশের একটি টিম।