আসন্ন পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে শরীয়তপুর পুলিশ সুপারের মতবিনিময়।

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০১:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ ফারুক হোসেনঃ আজ বুধবার ৭ অক্টোবর সকালে শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান আসন্ন শারদীয় দূর্গোৎসব-২০ উদযাপন উপলক্ষে, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে শরীয়তপুরের সকল পূজা মন্ডপসহ উক্ত এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেন।


মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, প্রতিটি পূজা মন্দিরে সিসি টিভি স্থাপনের ব্যবস্থা রাখতে হবে। মন্দির কর্তৃপক্ষ থেকে সেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা ডিউটির ব্যবস্থা করতে হবে। মন্দির এলাকায় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, মন্ডপের ভিতরে ভীড় করা যাবেনা এবং প্রবেশ ও বাহিরের জন্য আলাদা রাস্তা থাকতে হবে। 


এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ ও উক্ত এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,অনল কুমার দে। নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রশীদুল বারী। ডামুড‍্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান। সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার। বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম। বিশেষ শাখার ডিআইও-২ মোঃ কামরুল ইসলাম। পালং মডেল থানার তদন্ত অফিসার মোঃ আশরাফুল আলম। যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন মীর। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, মুকুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জেলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।

জাতীয় এর আরও খবর: