মেহেরপুরের বৈকন্ঠপুর ঈদগা মসজিদ সংস্কার কাজে বাধা।

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৪ পূর্বাহ্ন   |   জাতীয়


মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

 মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর ঈদগা মসজিদ সংস্কার কাজে বাধা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন করেছে। বুধবার সকালের দিকে ঈদগা মাঠের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জানা গেছে প্রায় ২২ বছর পূর্বে বৈকন্ঠপুর ঈদগা মাঠের পশ্চিম পাশের একটি মসজিদ নির্মাণ করা হয়। সম্প্রতি এলাকাবাসী মসজিদের সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করলে বৈকন্ঠপুরের কতিপয় ব্যক্তিরা সংস্কার কাজে বাধা প্রদান করে। এ ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন করে।


বৈকন্ঠপুর মসজিদ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত এই মসজিদে এলাকাবাসী নামাজ পড়ে আসছেন, মসজিদ সংস্কার কাজ করার উদ্যোগ নিলে কতিপয় ব্যক্তিরা তাতে বাধা প্রদান করছে। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য রহিসউদ্দিন, ইলিয়াস হোসেন, এরশাদ আলী প্রমূখ এলাকার কয়েক শ’ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন, তারা মসজিদ সংস্কার করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

জাতীয় এর আরও খবর: