যশোরের শার্শার বাগআঁচড়ায় ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবিতে আলোক প্রজ্জ্বলন।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নোয়াখালী নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সস্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও নারীর প্রতি সহিংসতায় স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে শার্শা উপজেলা ছাত্রলীগ শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।