মেহেরপুর জেলার সকল ছাত্র জনতার মানববন্ধন।

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০২:১৫ পূর্বাহ্ন   |   জাতীয়


মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

 বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্য দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‌্যাগিং   এর নামে নিয়াতন বন্ধ করা,সকল ধর্ষন এর দূততম সময়ে বিচার নিশ্চিত করা সহ সমাজে ও আইনগত প্রক্রিয়ায় ধর্ষিতা নারীদের হেনস্তা ও অপমান বন্ধ করার দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার সকল ছাত্র জনতা।


বুধবার বিকেলে দিকে মেহেরপুর, এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড বহন করছিল। এ সময় সেখানে বক্তব্য রাখেন রবিউল ইসলাম, আশিকুজ্জামান, এসএম প্লাবন, মোস্তফা আরিফ শাহরিয়ার, আল ইকরাম সোহাগ প্রমুখ

জাতীয় এর আরও খবর: