বুঝিনা আন্দোলন কিসের জন্য?

সাখাওয়াত হোসেন সাজ্জাদ( সাংবাদিক ও কলামিস্ট) ঃ
বুঝিনা আন্দোলন কিসের জন্য?আন্দোলন কি সরকারের বিরুদ্ধে, না'কি ধর্ষকের বিরুদ্ধে?
ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে হয়তো মাপ পাইছেন, তাই বলে কি সরকারের বিরুদ্ধে নামলেন।
যদি এমন মনে করেন তাহলে ভুল করবেন।প্রধানমন্ত্রী ব্যর্থতা বলতে কিছু নেই,সফলতায় ভরা।
প্রবাসী ভাই ও বন্ধুগন।আপনারা অতিসম্মানী দেশের জন্য। বি এন পি, জামাত শিবির এখন রাজপথে আন্দোলন ভুলে ফেসবুকে রয়েছে। অনেক প্রবাসী ভাই ফেসবুকে কিছু দেখলেই হলো তা নিয়ে শুরু মাতামাতি। বাস্তবে কিছু হয় নাই।প্রবাসী ভাইরা লিখুন আপনার মতামত, তবে গঠনমূলক।
-
প্রিয় সাংবাদিক সহকর্মী ভাইগন।নিউজ গরম করতে অপরাধীর চৌদ্দ গুষ্ঠির কেউ আওয়ামীলীগ করে কি'না তার সুত্র ধরে লিখা আল্লাহ ওয়াস্তে বন্ধ করুণ। স্বাভাবিকভাবে লিখুন।আপনার নিউজ ভালো হইলে এমনিতে হবে, কাউকে বশ করে নয়।
তবে এটি সত্যি যে, বি এন পি জামাতের অনেক নেতা এখন সাংবাদিকতা করে।তৃণমূল থেকে শহরে সাংবাদিকতা পেশায় এখন অনেকটা বিএনপি জামাতের হাতে।তবে বুঝা বড্ড দায়। সময়অসময় তারা ছোবল তুলে যেমন কোটা আন্দোলন ছিল কোটা নিয়ে, তা পরে রূপ নিয়েছে বিএনপি জামাতের দলীয় হাতিয়ার হিসেবে।বর্তমানে ধর্ষণের যে তীব্র আন্দোলন তাকে টেনে কোন দিকে নিয়ে যাচ্ছে তা সচেতন মানুষ ঠিকে টের পাচ্ছে।
অসহায় সহজ সরল মানুষের আন্দোলনকে পুঁজি করে যদি মাঠ গরম করার ষড়যন্ত্র করেন তাহলে তা হবে আকাশকুসুম চিন্তা।আপনারা নিজেরা আন্দোলন করুন কেন অন্যর মাথায় কাঠাল ভাঙ্গতে চান।
ইনশাল্লাহ, সকল অপরাধী সাজা পাবে।আইনপ্রণয়ন মাধ্যমে সরকার তাঁদের সাজা দিবেন।এটি শুধু সময়ের ব্যাপার, আপনি সরকার কে সাহায্য করুণ, ভুক্তভোগীকে ন্যায়বিচার পেতে সাহায্য করুন।
রাজপথে যারা আমার ভাইবোন রয়েছেন আমিও আপনাদের সাথে একমত। অপরাধী সাজা পেতে হবে সে যে দলের কর্মী বা নেতা হোক।কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইবোন গন, আপনারা জামাত শিবির বা ছাত্রদলের নেতা কর্মী দ্বারা পরিচালিত হচ্ছেন না তো! হয়তো আপনি সহজ মনে আন্দোলনে শরিক হলেন, কিন্তু যে আপনাকে নিয়ে গেলো সে জামাত শিবির কিংবা বিএনপির এজেন্ট হতে পারে।সে তার উদ্দেশ্যপ্রণোদিত কাজ আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এবার ভাবুন আন্দোলন কার জন্য করতেছেন? অবাক করা বিষয় হলো অনেকে আমরা তা বুঝিনা।
পরিশেষে একটা কথা, দেশ গড়তে সবাইকে লড়তে হবে, তবে তা যেন না হয় উন্নয়নের কান্ডারী, মানবতার নক্ষত্র, জননেত্রী বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার বিরুদ্ধে নয়।তবে মনে রাখবেন শেখ হাসির হাত ধরে সোনার বাংলা তৈরি হবে।