এবার বরিশালে ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

থানা প্রতিনিধি, মোহাম্মদ রিয়াজঃ
একের পর এক ধর্ষণ দেশটাকে জর্জরিত করে ফেলেছে ধর্ষণময় কলঙ্কিত শব্দটি, ধর্ষণ যেন বাংলাদেশের থেকে পিছু হটছে না। তারই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা বরিশাল বাকেরগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনা,৭ থেকে ৯ বছরের মধ্যে একসাথে পাঁচজন মিলে খেলাধুলা মাঝখানে ওই চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন আর এক মেয়ে শিশুর বাবা-মা, ওই চার শিশুর বিরুদ্ধে মামলা করেন ছোট মেয়ের বাবা-মা ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই চার শিশুকে গ্রেপ্তার করেন। ও আদালতে তোলা হয় তখন কান্নায় ফেটে যায় আদালত চত্বর। কোনোভাবেই মেনে নিতে পারছে না ওই অভিযুক্ত চার শিশুর বাবা-মা তারা বলছে পূর্ব কোন জেরে এটা মিথ্যা মামলার মাধ্যমে আমাদের ফাঁসানো হচ্ছে।